ভিডিও

শেরপুরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৯:৫৩ রাত
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ০৯:৫৩ রাত
আমাদেরকে ফলো করুন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে মালাবাহী ট্রাকের চাপায় আব্দুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে শহরের উপজেলা পরিষদের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস শেরপুর শহরের জগন্নাথপাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার রাতে উপজেলা পরিষদ মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে মহাসড়কের পশ্চিমপাশ থেকে পূর্বপাশে যাওয়ার সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে স্থানীয়দের সহযোগিতায় স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান তিনি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে দাবি করেন তিনি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS