বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাকের (৪৩) বাড়িতে আগুন লেগে তার স্বপ্ন পুড়ে গেছে। আজ বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। এতে ওই কৃষকের ১০টি ছাগল, ২ টি রাজহাঁস, ২০টি বয়লার মুরগি ও ২টি গোয়াল ঘরসহ ধান মাড়াই করা মেশিন পুড়ে গেছে।
এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি মনে করেন। ক্ষতিগ্রস্ত আব্দুর রাজ্জাকের দাবি রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতা করে আগুন লাগিয়েছে। এলাকাবাসী জানান, আব্দুর রাজ্জাক ছাগল মুরগি লালনপালন ও ভ্যান চালিয়ে খুব কস্টে জীবনযাপন করেন। ঘটনার ওই রাতে পাশের বাড়িতে থাকা রাজ্জকের মামী রিনা বেগম তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন।
তিনি হঠাৎ বাইরে শব্দ শুনতে পেয়ে বের হয়ে ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে শুরু করেন। তার চিৎকারে আশেপাশের মানুষ এসে আগুন নিভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে তার সব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন। তিনি ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও অর্থ সহায়তা প্রদান করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।