চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরে দু’টি বিশুদ্ধ পানের পানি উৎপাদন ও বোতলজাতকারী (জার) প্রতিষ্ঠানকে বোতলে পানি সঠিক ওজনে সরবরাহ না করা ও লাইসেন্স না থাকার অপরাধে ১৩ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিএসটিআই প্রতিনিধিকে সাথে নিয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, বোতলজাত পানির ওজন নির্ধারিত পরিমাণের কম হওয়ায় এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় যথাক্রমে সোনার মোড় ও শাহীবাগে অবস্থিত দু’টি প্রতিষ্ঠানকে ৮ হাজার ও ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠান দু’টিকে সতর্ক করা হয়।
২০১৮ সালের ওজন ও পরিমাপ মানদন্ড আইনের বিভিন্ন ধারায় অর্থদন্ড আরোপ করা হয় বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট জুবায়ের জাহাঙ্গীর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।