শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর পৌর এলাকার শান্তিপুর গ্রামে আকাশ (১৫) নামে এক ভ্যান চালক গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ গিয়ে তার ঘর থেকে লাশ উদ্ধার করে।
জানা যায়, আজ বুধবার (১৭ এপ্রিল) দুপুরে পৌর এলাকার শান্তিপুর গ্রামের বাবু মিয়ার ছেলে আকাশ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বিকেলে এলাকাবাসি পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল কামরুজ্জামান পিপিএম এবং ওসি তদন্ত আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।