দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক মামলার আসামিসহ দশজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক মামলায় উপজেলা সদরের কুন্ডুপাড়ার আব্দুর রশিদের ছেলে আইনুল হককে (৩০) গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করে। অপর দিকে মাদক সেবনের দায়ে উপজেলার মহলদারপাড়ার একটি পরিত্যক্ত চাতালে মাদক সেবনকালে মহলদারপাড়ার আব্দুল করিমের ছেলে আব্দুল মোমিন (২২), দুলাল প্রামানিকের ছেলে বাপ্পি (২৪), মন্ডলপাড়ার মিছির আলীর ছেলে বিপ্লব (২২), কাথহালী মিয়াপাড়ার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মুরাদকে (২৩) গ্রেফতার করে।
ওই রাতেই থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এছাড়াও পুলিশ গ্রেফতারী পরোয়ানামুলে তালোড়া সাবলা গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রহিমের ছেলে সৌরভ ট্রেডার্স এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, কইল চকপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে শহিদুল ইসলাম, মনছুর আলীর স্ত্রী সাহানা বেগম, উত্তর চেঁচুরিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে গোলাম রছুল ও হাজি কছিম উদ্দীনের ছেলে সারোয়ার হোসেনকে গ্রেফতার করেছে। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।