বগুড়ায় উৎসব করে বই কেনা হলো। প্রায় ২০ জন লেখক ও কবির বই কেনা হয়। বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের হোটেল ম্যাক্স মোটেলে বই কিনি উৎসব পর্ষদ এর আয়োজনে এই বই কেনা হয়। বই কেনা ছাড়াও নবীন লেখকদের উৎসাহ প্রদানে তাদের সাহিত্য জীবন ও লেখক জীবন নিয়ে আলোচনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বই কিনি উৎসব পর্ষদের চেয়ারম্যান মাহফুল আকতার জাহান। বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, জয়ন্ত দেব, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, মাহমুদ হাসান পিন্টু, আনিফ রুবেদ, শিপু, আব্দুর রাজ্জাক বকুল, প্রান্তিক অরণ্য, এম রহমান সাগর, সিকতা কাজল, রাব্বানী সরকার, প্রতত সিদ্দিক, সাফওয়ান আমিন, নিখিল নওশাদ, শুভ্রা সাহা, কাকলি আকতার।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন আমির খসরু সেলিম, লুবনা জাহান, ফাতেমা ইয়াসমিন, মারুফা আখতার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ আলিম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।