ভিডিও

চাঁপাইনবাবগঞ্জ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১০ জন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ১১:১১ রাত
আপডেট: এপ্রিল ১৯, ২০২৪, ১১:১১ রাত
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় র‌্যাবের অভিযানে মাদক বিক্রি ও সেবন করার অভিযোগে ১০ জন গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নুনগোলা কেডিসিপাড়া এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- লুৎফর, নাইমুল, আনিকুল, রজব, তাহির, মাসুদ, মারুফ, রিফাত, মোশারফ ও জিল্লুর। গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

আজ শুক্রবার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই এলাকায় নিয়মিত মাদকের পসরা বসে মর্মে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে ওই স্থানে যুবকদের মাঝে বিক্রি করে।

এদের  নির্মূলে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হন। সাদা পোষাকে র‌্যাবের গোয়েন্দা দল তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে পরিকল্পিত অভিযান চালায় র‌্যাবের আভিযানিক দল। অভিযানে গাঁজা ও সেবন সামগ্রীসহ ওই ১০ জন হাতে-নাতে গ্রেফতার হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে বলেও জানায় র‌্যাব।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS