ভিডিও

গাবতলীতে স্বামীকে জিম্মি করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ১১:২৪ রাত
আপডেট: এপ্রিল ১৯, ২০২৪, ১১:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে। মামলা হলে এ ঘটনায় জড়িত পাঁচজনকেই পুলিশ রাতেই গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান পোড়াদহ এলাকার লোহার সিঙ্গারবিল নামক স্থানে।

জানা গেছে, উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান ইউনিয়নের মহিষাবান দহপাড়া গ্রামের এক ইজিবাইক চালক তার স্ত্রীকে (২১) নিয়ে বগুড়া শহরের চকফরিদ কলোনীতে ভাড়া বাসায় বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার দুপুর অনুমান পৌনে ৩ টায় সে তার স্ত্রীকে নিয়ে সারিয়াকান্দি  প্রেম যমুনার ঘাটে বেড়াতে যায়।

বেড়ানো শেষে সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর হয়ে গাবতলীর গোলাবাড়ি হয়ে বগুড়া শহরের বাসায় ফেরার পথে সন্ধ্যা অনুমান সোয়া ৭টার দিকে গাবতলী উপজেলার পোড়াদহ এলাকার লোহার ব্রিজের পূর্ব পাশে পৌছা মাত্র ওই সব দুর্বৃত্ত ইজিবাইক থামিয়ে চালককে ধারালো অস্ত্রে মুখে আটকে রেখে ইছামিত নদী সংলগ্ন সিঙ্গারবিল নামক স্থানে চালকের স্ত্রীকে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। ধর্ষকরা চলে যাওয়ার পর ওই নারীর স্বামী মোবাইল ফোনে তার শাশুড়িকে বিষয়টি জানান।

এঘটনায় ওই চালকের স্ত্রী বাদি হয়ে রাতেই থানায় মামলা করলে পুলিশ মহিষাবান দহপাড়া গ্রামের শাহিনের ছেলে রাব্বি (২৪), মোস্তাফিজারের ছেলে আব্দুল অহেদ (২১), আলমের ছেলে হৃদয় (২১), ওয়াজকুরানী সাকিদারের ছেলে নুর আলম ওরফে নিশাদ (২২), জাহিদুল ইসলামের ছেলে কাউছারকে (২১)  গ্রেফতার করে।  আজ শুক্রবার (১৯ এপ্রিল) তাদের ৫জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ধর্ষকদেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রয়োজনে রিমান্ডে নেয়া হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS