শাজাহানপুরে পুলিশকে মারপিট মামলায়
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাকিল মাহমুদকে (৩৩) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মফিজ পাগলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি’র ওসি মুস্তাফিজ হাসান জানিয়েছেন, পুলিশ মারপিট মামলায় তদন্তে প্রাপ্ত আসামি শাকিল। শাকিলকে গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশ মারপিট মামলার প্রধান আসামি মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ ১৪ আসামিকে গ্রেফতার করা হলো। অপরদিকে পুলিশ মারপিট মামলায় পরে গ্রেফতারকৃত ৩ আসামি আলমগীর হোসেন (৪০), সুজন ইসলাম (২২) এবং রাসেল আলীকে (৩৪) ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানী হবে আগামীকাল রোববার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।