স্টাফ রিপোর্টার : বগুড়ায় রেলস্টেশন এলাকায় মৃত্যুর কোলে ঢোলে পড়লেন হাফিজুল ইসলাম ওরফে সখি পাগল নামের এক ব্যক্তি। আজ শনিবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেনে উঠে অসুস্থ হয়ে পড়লে তাকে ট্রেন থেকে স্টেশনে নামানো হলে তিনি সেখানেই মারা যান।
সখি পাগলের বাড়ি আদমদীঘি উপজেলার চাপাপুরের গোবিন্দপুর গ্রামে হলেও তিনি রেলস্টেশন এলাকায় বস্তির আশেপাশেই বসবাস করতেন। বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল ইসলাম জানান, সকাল থেকেই অসুস্থ ছিলেন হাফিজুল। বিকেল ৪টার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন এলে তিনি ট্রেনে উঠার চেষ্টা করেন।
ইঞ্জিনে উঠার পরে সেখানে শুয়ে পড়েন তিনি। এসময় তাকে নামিয়ে নেয়া হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।