ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শাহাদৎ হোসেন নামে এক কৃষকের গোয়ালঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক শাহাদৎ হোসেন আজ রোববার (২১ এপ্রিল) দুপুরের দিকে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পারধুনট গ্রামের জহির প্রামানিকের ছেলে কৃষক শাহাদৎ হোসেনের সাথে প্রতিবেশী আব্দুর রহিমের ছেলে রুবেল হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ অবস্থায় শনিবার রাতে শাহাদৎ হোসেন পরিবার-পরিজন নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। ওই ঘরের পাশেই ছিল তার গোয়ালঘর। রাত সাড়ে ১১টার দিকে রুবেল হোসেন ও তার লোকজন শাহাদৎ হোসেনের গোয়ালঘরে অগ্নিসংযোগ করে।
এ সময় শাহাদৎ হোসেন ঘুম থেকে জেগে চিৎকার করতে থাকে। তখন রুবেল ও তার লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে স্থানীয়দের সহযোগিতায় শাহাদৎ হোসেন ঘরের আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শাহাদৎ হোসেন বাদি হয়ে রুবেল হোসেনসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এ বিষয়ে রুবেল হোসেন বলেন, শাহাদৎ হোসেনের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকলেও তার ঘরে আগুনের সাথে আমি বা আমরা কেউ জড়িত ছিলাম না। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান বলেন, কৃষকের অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।