দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে অভিযান চালিয়ে নিয়মিত একটি মামলার আসামি উপজেলার পশ্চিম বোরাই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে হেলাল (৩৪), গ্রেফতারী পরোয়ানামূলে ডিমশহর তালুকদারপাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে আয়ুব আলী, বেলালাই পূর্বপাড়ার কাবলুর ছেলে মেসার্স দুই ভাই মৎস্য খামারির স্বত্বাধিকারী আবুল কালাম ও সন্দেহজনক ঘোরাফেরাকালে কাহালু থানার ছোট কাশিমালা গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে এমদাদুল হককে (২২) গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ রোববার (২১ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।