ভিডিও

কাহালু, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা নির্বাচনে ১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ১০:৪০ রাত
আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ১০:৪০ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া এবং আদমদীঘি উপজেলা পরিষদের নির্বাচন হবে। আজ রোববার (২১ এপ্রিল) এই তিন উপজেলায় মোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ১৩ জন প্রার্থী। ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। আমাদের কাহালু (বগুড়া) প্রতিনিধি জানান, কাহালু উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে আজ রোববার (২১ এপ্রিল) বগুড়া জেলার  কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন  এবং পুরুষ ও  ভাইস চেয়ারম্যান পদে মোট ৯ জন  প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান, জেলা আওয়ামীলীগ নেতা এএনএম আহছানুল হক. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী হলেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মো. সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মাসুদ, মো. রায়হান আলী, অঞ্জন কুমার, মো.সাইফুল ইসলাম সুলতান, মো.আব্দুস সোবহান প্রামানিক।

এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রওশন আক্তার ও সাবেকু পৌর কাউন্সিলর মোছা.আসমা বেগম মনোনয়ন জমা দিয়েছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৪০৬ জন।এর মধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৯৫১ এবং মহিলা ৯৬ হাজার ৪৫০ জন। এছাড়া উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মোট ৫ জন।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (২১ এপ্রিল) উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৫ প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বগুড়া জেলা ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রুপা ও গুনাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ.এইচ.এম নুরুল ইসলাম খান হিরু।

ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীরা হলেন, আমিনুল ইসলাম মহলদার, ইউসুফ আলী খান, তাজ উদ্দীন মন্ডল ও আবু বক্কর সিদ্দিক আলম। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীরা হলেন, সখিনা বেগম, খাতিজা আক্তার রিতা ও ফাহমিদা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রার্থীরা হলেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান  সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সান্তাহার ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম ও প্রভাষক তোফায়েল হোসেন লিটন।

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাত জাহান কুইন ও মোছাঃ আছমা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS