আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রনি (২৮) নামের এক মাদককারবারীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সে সান্তাহার ডালপট্টি এলাকার আবু বক্র ছিদ্দিকের ছেলে।
গতকাল শনিবার রাত ১১টায় সান্তাহার ইয়ার্ড কলোনি বটতলা জনৈক সাহার আলীর বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার ও নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।