বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে শ্রবণ প্রতিবন্ধী ৬ষ্ঠ শ্রেণির আদিবাসী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে মামলার আসামিকে গ্রেফতার করেছে। আজ সোমবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের খোর্দবাগবাড় এলাকার মিশনপাড়া আদিবাসী পল্লীতে এঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা যায়, ওইদিন সকালে ওই শিক্ষার্থীকে বাড়িতে রেখে মা-বাবা কাজের সন্ধানে বাইরে যান। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়ার আশরাফ উদ্দিনের ছেলে আহাম্মদ আলী (৪৭) তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থী আত্মরক্ষার্থে চিৎকার করতে থাকলে কৌশলে আহাম্মদ আলী সেখান থেকে পালিয়ে যায়।
চিৎকার শুনে এলাকার লোকজন ওই শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি মা-বাবাকে খবর দেন। পরে ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে বদরগঞ্জ থানায় আহাম্মদ আলীর বিরুদ্ধে মামলা দেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান আহাম্মদ আলীকে গ্রেফতার করে।
বদরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানিয়েছেন, আহাম্মদ আলী লম্পট প্রকৃতির লোক। সে এর আগেও বিভিন্ন নারীকে যৌনপীড়ন করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।