দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রেতা ও সেবনকারীসহ চারজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ এলাকার একটি ডিপ মেশিন ঘরে অভিযান চালান এসময় জিয়ানগর দীঘিরপাড়া গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে সাগর হোসেন (২৪) ও কফির আলীর ছেলে মাছুদ রানাকে (২২) আটক করে।
তাদের হেফাজত থেকে ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এছাড়াও মাদকসেবী চামরুল উত্তরপাড়ার শামছুল সরকারের ছেলে হারুন (৩৫) এবং সন্দেহজনক ঘোরাফেরা কালে নন্দিগ্রাম থানার পারশন গ্রামের রেজাউল করিমের ছেলে মিঠু মিয়াকে (২০) গ্রেফতার করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।