ভিডিও

শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট মামলায় জামিন পেলেন পল্লী ফারুকসহ ১৮ জন

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ১০:৪৭ রাত
আপডেট: এপ্রিল ২৩, ২০২৪, ১০:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে থানায় ঢুকে পুলিশকে মারপিট, পুলিশের সরকারি কাজে বাধা প্রদান এবং অস্ত্র মামলার আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা মামলায় এজাহার নামীয় আসামী জেলা স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পল্লী ওমর ফারুকসহ ১৮ আসামির জামিন মঞ্জুর করেছেন উচ্চ আদালত।

গত রোববার বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন বিবাদী পক্ষের আইনজীবি মোজাম্মেল হক।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনও উচ্চ আদালতের জামিনের কপি হাতে পাননি। জামিনের কপি পেলে তা আমলে নিবেন।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল রাতে থানায় ঢুকে অস্ত্র মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশকে মারপিট, সরকারি কাজে বাধা, সড়ক অবরোধের চেষ্টা ইত্যাদি অপরাধের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাঝিড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামানসহ এজাহার নামীয় ৪৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রেকর্ড হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS