লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে চলন্ত ট্রাকের পেছনে সিএনজি চালতি অটোরিকশার ধাক্কায় সিএনজির চালক নিহত হয়েছেন। আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালকের নাম নাজিম উদ্দিন (৩০)।
তিনি পাবনা সদর উপজেলার জাতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে। লালপুর থানার ওসি মো. নাছিম আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ও দুর্ঘটনা কবলিত সিএনজি ও ট্রাক উদ্ধার করে লালপুর আনা হয়েছে।
ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।