গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : প্রখর রৌদ্রের এই গরমে গুরুদাসপুরে তরমুজ-বাঙ্গী ক্রয় করতে নানা শ্রেণি পেশার মানুষের ভিড় দেখা গেছে। এমনকি উপজেলার নয়াবাজার বিশ্ব রোডের ধার দিয়ে তরমুজ-বাঙ্গি নিয়ে বসে আছে চাষিরা।
সেখানে দূর-দূরান্ত থেকে যাতায়াত করা বিভিন্ন যাত্রী গাড়ি থামিয়ে ক্রয় করছেন তরমুজ-বাঙ্গি। দাম একটু চড়া হলেও গরমে তরমুজ-বাঙ্গি খেলে শান্তি এই ভেবেই যেন ক্রেতারা ছুটছেন চাষি অথবা ব্যবসায়ীদের কাছে। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে ৭০, ১শ’, ১৫০ টাকা পর্যন্ত এবং বাঙ্গি বিক্রি হচ্ছে ৫০, ৬০, ৭০ টাকা পর্যন্ত।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হারুন অর রশিদ জানান, এ বছর গুরুদাসপুর উপজেলায় ৭১৫ হেক্টর জমিতে তরমুজ ও ৯৩০ হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। চাষিরা ভাল ফলন পেয়েছে এবং দামও অনেক ভাল পাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।