ভিডিও

নাশকতা মামলায়

জামিন হয়নি দুপচাঁচিয়ার গুনাহারের চেয়ারম্যান জামায়াতনেতাসহ তিনজনের

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৯:৫৮ রাত
আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ০৯:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

কোর্ট রিপোর্টার : নাশকতাসহ বিস্ফোরক মামলায় দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামায়াত নেতা নুর মোহাম্মদ আবু তাহেরসহ ৩ হাজতি আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর হয়েছে।

আসামি নুর মোহাম্মদ আবু তাহের দুপচাঁচিয়া উপঝেলার পালোকুড়ি (পালকুড়ি) গ্রামের মো জালাল উদ্দিনের ছেলে। অপর ২ আসামি হলেন জামায়াতের সক্রিয় কর্মী একই উপজেলার জয়পুর উত্তরপাড়ার সবুজ খানের ছেলে আসামি রহিম খান ও পাচোষার আজিজার রহমানের ছেলে মোঃ রমজান আলী।

আজ বুধবার (২৪ এপ্রিল) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ মোহাঃ জালাল উদ্দিন আজ বুধবার (২৪ এপ্রিল) ওই আসামিদ্বয়ের জামিনের আবেদন শুনানী শেষে নামঞ্জুর করেন।

মামলা সূত্রে প্রকাশ, গত ২৮ অক্টোবর রাত পৌানে ২ টার দিকে পুলিশ সংবাদ পেয়ে দুপচাঁচিয়া ইপজেলার গুনাহার খাঁপাড়ার সাহেববাড়ী নামক পরিত্যক্ত ভবনের সামনে ফাঁকা জায়গায় আসামিরা নাশকতার জন্য ইট পাথর ককটেল নিয়ে সমেবেত হলে পুলিশ সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ককটেল বাঁশের লাঠি উদ্ধারসহ জব্দ করে।

এব্যাপারে এস আই মোঃ আলহাজ উদ্দিন বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি এড. জহুরুল ইসলাম ও এড. নাসিম আহমেদ এবং আসামি পক্ষে এড. আব্দুর রশীধ (১)।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS