বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ছোট ভাই জমি লিখে নেওয়ায় বড় ভাই আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁপাইনগর সোনাপাড়া গ্রামে।
গ্রামবাসী জানায়, ঐ গ্রামের মৃত আবজাল হোসেনের পুত্র মিনার হোসেন মিঠুর (৪৫) জমি লিখে নেয় ছোট ভাই ডলার হোসেন নিসি। প্রায় এক মাস আগে তার জমি কবলা করে নেয় ছোট ভাই নিসি। তারপর থেকেই মিঠু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
অবশেষে জমির শোকে গতকাল বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ বিষযে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।