নির্বাচনে অংশ নেয়ায়
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে অংশ নেয়ায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপি ও যুবদলের তিন নেতাকে শোকজ করেছে বিএনপির হাইকমান্ড।
গত বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত নোটিশ পাঠানো হয় ওই তিন নেতার কাছে। ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানো নোটিশপ্রাপ্তরা হলেন- চেয়ারম্যান প্রার্থী বিএনপি জেলা কমিটি সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবর আলী, চেয়ারম্যান পদের অপর প্রার্থী ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ।
দলীয় সূত্র জানায়, নোটিশে এই তিন নেতার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণের কারণ লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।