ভিডিও

ভাঙ্গুড়ায় খাবার স্যালাইন ও পানি বিতরণ

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪, ০৬:০৮ বিকাল
আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৬:০৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : তীব্র গরমে জনসাধারণকে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া পাঁচ শতাধিক মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।

ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন বলেন, আনসার কর্মীরা সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকেন।

তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ। জনহিতকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখার জন্য তার ভূয়সী প্রশংসা করেছেন উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তারা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS