দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকবিক্রেতা ও সেবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, ঘটনার দিন গতকাল শনিবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালীমহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকবিক্রেতা গোবিন্দপুর তালুকদারপাড়ার ফজলুল হকের ছেলে আলামিন প্রামানিককে (২৬) ১শ’ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
এছাড়াও মাদক মামলায় দুপচাঁচিয়া স্বর্গপুর পশ্চিমপাড়ার মৃত ইব্রাহিম মল্লিকের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩৫), সন্দেহজনক ঘোরাফেরাকালে জিয়ানগর খিদিরপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে নুর আল আমিন ওরফে লুটু (৩২) সহ গ্রেফতারী পরোয়ানামূলে কামারগাড়ী গ্রামের মোজাহার আলীর ছেলে রিপন আলী ও বনতেঁতুলিয়া গ্রামের মোফাজুল হোসেনের ছেলে রুবেল হোসেন ওরফে ছোটনকে গ্রেফতার করেছে।
থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ রোববার (২৮ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।