ভিডিও

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০৫:০৮ বিকাল
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ০৫:০৮ বিকাল
আমাদেরকে ফলো করুন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজার ঘাটে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুরা হলো- উপজেলার ধাইনগর ইউনিয়নের বামুনগ্রাম মহল্লার রাসেল এর ছেলে শাকিল (৯) এবং একই ইউনিয়নের পীরগাছি মহল্লার মো: আলমগীর হোসেনের কন্যা  মোছা. মারিয়া (৯)। দুইজনই ব্রাহ্মণ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১১ টার দিকে চার-পাঁচজন প্রায় একই বয়সী শিশু নাককাটিতলা বাজারঘাটে গোসল করার সময় শাকিল ও মারিয়া ডুবে যায়। এ সময় সাথে থাকা অন্য শিশুরা এসে তার স্বজনদের জানালে স্থানীয়দের সহায়তায় ডুবে যাওয়া শিশুর অভিভাবকরা নদী থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS