স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া জিলা স্কুল চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম অডিটরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, জেলা শিক্ষা অফিসার মো: হজরত আলী প্রমুখ।
বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবসহ মোট ৩৮টি প্রজেক্ট উপস্থাপন করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।