ভিডিও রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

বগুড়ায় দ্বিতীয় সর্বোচ্চ ৪১ ডিগ্রি সে. বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি নেই

বগুড়ায় দ্বিতীয় সর্বোচ্চ ৪১ ডিগ্রি সে. বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি নেই, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার: বগুড়ায় মঙ্গলবার সর্বোচ্চ ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা জেলার ৩৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরআগে ১৯৮৯ সালে ৪৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। মঙ্গলবার বেলা ৩টায় বগুড়া আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও এটি। এদিকে টানা তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির জন্য চলছে হাহাকার, প্রার্থনা।  এ অবস্থায় তাপমাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারি বৃষ্টিপাত ছাড়া এই উত্তপ্ত তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সূত্রটি।

জানা গেছে, এর আগে ১৯৮৯ সালের ২১ এপ্রিল বগুড়া ইতিহাসে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠলেও এরপর আর তাপমাত্রার পারদ সেই রেকর্ড ভাঙতে পারেনি। এর দীর্ঘদিন পর ২০১০ সালে ১১ মে ত্পামাত্রা হয়েছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস। যা ওই বছরের সর্বোচ্চ হওয়া তাপমাত্রার পাশাপাশি ২১ বছর পর ৪০ ডিগ্রী স্পর্শ করে তাপমাত্রার পারদ। এরপর আর ৪০ ডিগ্রিতে ওঠেনি তাপমাত্রা। গত বছর পর্যন্ত উষ্ণতম বছর হিসেবে ২০২৩ সালে ১০ এপ্রিল ৪০ডিগ্রি, ১০ মে ৪০ ডিগ্রি, ১৬  জুন ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছিলো। এ বছর ইতোমধ্যে সেই রেকর্ড ভেঙ্গে গত শুক্রবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

আজ মঙ্গলবার সেই তাপমাত্রার পারদ উঠেছে ৪১ ডিগ্রিতে। সূত্র জানায় গত বছর এপ্রিলের চেয়ে মে মাসে তাপমাত্রা বেশি ছিল। সুতরাং আসছে মাসে যে আবহাওয়া সহনীয় পর্যায়ে থাকবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপাড়া পাথর খনিতে সর্বোচ্চ পাথর উৎপাদন

শেখ হাসিনার দোসরদের খুঁজে বের করে তাদের বিচারের আওতায় আনতে হবে : রেজাউল করিম বাদশা

বগুড়ার সোনাতলায় সাবেক ইউপি চেয়ারম্যান নতুন গ্রেফতার

রংপুরের পীরগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের পাইপ ও মেশিন গুড়িয়ে দিল প্রশাসন

টিএমএসএস এ জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

ক্রেতা-বিক্রেতা উভয়ের কারণেই দুই যুগ আগে নিষিদ্ধ পলিথিন এখনও বাজারে