ভিডিও

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শাজাহানপুরে নির্বাচনি যুদ্ধে নাম লেখালেন ১৩ প্রার্থী

প্রকাশিত: মে ০২, ২০২৪, ১১:০৮ রাত
আপডেট: মে ০২, ২০২৪, ১১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

শাজহানপুর (বগুড়া) প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নিতে  বৃহস্পতিবার (২ মে) বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩ প্রার্থী। চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিন, উপজেলা যুবলীগ সভাপতি ভিপি এম সুলতান আহম্মেদ ও সমাজসেবক সাদ্দাম হোসেন মোল্লা। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি রুবেল সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী তারেক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান সাহিন এবং মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি হেফাজত আরা মিরা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাভলী ইয়াছমিন স্বপ্না, সমাজসেবক পাপিয়া সুলতানা ও রওশন আরা বেলুন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩২ হাজার ৩১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ১৩৩, নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ১৮৩ এবং হিজরা ভোটার দু’জন। ঘোষিত তফশিল অনুযায়ী শাজাহানপুর উপজেলায় আগামী ৫ মে যাচাই বাছাই, ১২ মে প্রার্থীতা প্রত্যাহার, ১৩ মে প্রতীক বরাদ্দ ও ২৯ মে উপজেলায় স্থাপিত ৭২টি ভোট কেন্দ্রের ৬১৯টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS