রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আনোয়ার সাদাত (৪৭) নামে ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
আজ শুক্রবার (৩ মে) আদালতে সোপর্দ করা হয়েছে তাকে। আনোয়ার উপজেলার বড়বড়িয়া গ্রামের এসএম সমিনূর ইসলামের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু ওবায়েদ জানান, রাণীনগর থানার এসআই নূরুল ইসলাম ও এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
চেকের মামলায় আদালতে তার ৩মাসের বিনাশ্রমসহ ৬ লাখ টাকা জরিমানার সাজা হয়। সাজার পর থেকে সে পলাতক ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।