শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে মায়ের উপর অভিমান করে সালমা খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। আজ শনিবার (৪ মে) উপজেলার বেলতৈল ইউনিয়নের বেতকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। সে মালতিডাঙ্গা স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
জানা যায়, মায়ের সাথে সামান্য ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে সকালে তার শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সালমা।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) অপারেশন আসলাম হোসেন জানান, মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে স্কুলছাত্রী সালমা। এ নিয়ে গত ৭ দিনে তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।