ভিডিও

ইরি-বোরো ধান কাটা ও মাড়াই শুরু

মহাদেবপুরে ধানের দাম ও ফলন ভালো, কৃষকের মুখে হাসি

প্রকাশিত: মে ০৬, ২০২৪, ০৬:২৬ বিকাল
আপডেট: মে ০৬, ২০২৪, ০৬:২৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চলতি ইরি-বোরো মৌসুমে ধানের দাম ও ফলন ভালো পেয়ে খুশি কৃষকেরা। উপজেলার মাঠগুলোতে বাতাসের তালে দোল খাচ্ছে সোনালি ধানের শীষ। চলতি সপ্তাহে মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মাঠে মাঠে ধান আংশিক কাটা-মাড়াই শুরু হয়েছে। উৎপাদিত ফসলের বাম্পার ফলন দেখে কৃষক-কৃষাণীর মুখে তৃপ্তির হাসি।

ধান কাটা শ্রমিক, মাড়াইয়ের জন্য বোঙ্গা মেশিন সংগ্রহ, শুকানোর খলিয়ান তৈরির কাজে ব্যস্ত উপজেলার ধান চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ২০২৩-২৪ ইরি-বোরো মৌসুমে মহাদেবপুর উপজেলায় ২৮ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো ধান হয়েছে।

এরমধ্যে উফশী স্থানীয় উন্নত জিরাশাইল ৫৯৫০ হেক্টর, কাটারি ১৩৬৬০ হেক্টর, সম্পা কাটারি ৮৩৩ হেক্টর, ব্রি ধান-৮১ ৩৫০ হেক্টর, ব্রি ধান-৮৯ ৭৩০ হেক্টর, ব্রি ধান-৯০ ১৮৫০ হেক্টর, গোল্ডেন আতব ২৬৫০ হেক্টরসহ বিভিন্ন জাতের মোট উফশী ২৬৩২০ হেক্টর জমিতে ও হাইব্রীড জাতের ধান ২০০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করেছে।

আজ সোমবার (৬ মে) সরেজমিনে উপজেলার উত্তরগ্রামের এলাকার কৃষক ছয়ফুল ইসলাম জানান, দুই বিঘা জমিতে কাটারী জাতের ধান কেটেছেন। দুই বিঘা জমিতে ৪৬ মন কাঁচা ধান হয়েছে। বাজারে ১২৩০টাকা দামে বিক্রি করেছেন। ফলন ও দাম ভালো পেয়ে খুশি তিনি। বাজারে স্থানীয় জিরাশাইল ধানের দাম ১১০০ থেকে ১১৬০ টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, কৃষি বিভাগের সহযোগিতায় ও আবহাওয়া অনুকূলে থাকায় ইরি-বোরো ধানের বাম্পার ফলন ও দাম পেয়ে কৃষক-কৃষানীর মুখে হাসি ফুটেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS