বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের লোকমানপুর রেলস্টেশন এলাকায় রেল লাইন ভেঙে যাওয়ায় ধীর গতিতে চলছে রাজশাহী রুটের সকল ট্রেন।
এলাকাবাসী জানান, আজ বুধবার (৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ঢালাচর এক্সপ্রেস নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুরের মালিগাছা এলাকা অতিক্রম করে স্টেশনে প্রবেশের পর একপাশের লাইনের প্রায় চার ইঞ্চি পরিমাণ ভেঙে যায়।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, অনেক পুরাতন লাইন হওয়ায় স্টেশনের পশ্চিম পাশের একটি লাইন ভেঙে যায়। তবে ওই স্থানে বিশেষ ব্যবস্থায় ১০ কিলোমিটার গতিতে পারাপার করা হচ্ছে ট্রেনগুলো। লাইনটি মেরামতের কাজ চলছে। কয়েক ঘন্টার মধ্যেই লাইনটি মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।