ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা ও বিস্ফোরক আইনের মামলার সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামি মাহিদুল হাসান হিরুকে (৪৫) র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
মাহিদুল হাসান হিরু ধুনট উপজেলা সদরের পূর্বভরণশাহী গ্রামের মফিজ উদ্দিন মাস্টারের ছেলে। এরআগে মঙ্গলবার রাতে ঢাকা সিদ্ধেশ্বরী এলাকা থেকে তাকে র্যাবের সহযোগিতার গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০১১ সালে থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা ধানমন্ডি থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে ৫টি মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, মাহিদুল হাসান হিরুর বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে ঢাকা ধানমন্ডি থানায় একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ২০১৩ সালের একটি মামলায় ২০২৩ সালে ঢাকা আদালতের বিচারক তার বিরুদ্ধে ৩ বছরের সাজার আদেশ দেন। কিন্ত তিনি পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।