বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : জ্বালানি তেলের ওজনে কম দিয়ে বিক্রি এবং বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকার অপরাধে নাটোরের বাগাতিপাড়ায় মালঞ্চি ও বিহারকোল বাজারের দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার (১২ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজের নেতৃত্বে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় যৌথভাবে উপজেলার কয়েকটি বাজারে বিভিন্ন জ্বালানি তেল বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রতি ১ লিটারে ৬০ গ্রাম জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে মালঞ্চি বাজারের এসএম ট্রেডার্সের স্বত্বধিকারী রফিকুল ইসলাম রতনকে ৫ হাজার এবং বিএসটিআইয়ের অনুমোদন নবায়ন না থাকার অপরাধে বিহারকোল বাজারের মন্ডল ট্রেডার্সের স্বত্বধিকারী ফজলু মন্ডলকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী পরিদর্শক (মেট্রোলজী) মো. আবুল কায়েম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।