ভিডিও

নাটোরে মাদক মামলায় যুবককের যাবজ্জীবন

প্রকাশিত: মে ১৪, ২০২৪, ০৯:৪৩ রাত
আপডেট: মে ১৪, ২০২৪, ০৯:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : নাটোরে একটি মাদক মামলার রায়ে আবু তালেব(২০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (১৪ মে) বিকেলে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিঞ্চু আসামির উপস্থিতিতে এ রায় দেন। একইসাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

পিপি সিরাজুল ইসলাম জানিয়েছে, ২০২১ সালের ১২ ডিসেম্বর রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোলপ্লাজায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী নৈশ কোচে তল্লাশি চালিয়ে তালেব ও নাছির নামে দুই যাত্রীর ব্যাগ থেকে ৪০ গ্রাম করে ৮০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। তবে তদন্ত শেষে ২০২২ সালের ১০ জানুয়ারি পুলিশের দাখিলকৃত অভিযোগপত্রে নাছিরকে স্কুল ছাত্র হিসাবে উল্লেখ করা হয়। এ কারনে আবু তালেবকে জেলা জজ আদালতে সাজা দেয়া হলেও নাছিরকে বিচারের জন্য শিশু আদালতে প্রেরণ করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS