ভিডিও

বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ১০:১১ রাত
আপডেট: মে ১৯, ২০২৪, ১০:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

বগুড়ায় কোল্ডষ্টোর থেকে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ মে) বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এগুলো ডিম উদ্ধার করে বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

অভিযান পরিচালনায় তাদের নিকট অবৈধভাবে প্রায় এক লক্ষ ডিম মজুতকৃত অবস্থায় পয়েছে ভ্রাম্যমান আদালত। কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ডস্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একই সাথে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়।

এছাড়াও অবশিষ্ট ডিম অতিদ্রুত বাজারজাত তাদের ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা সম্পাদন করা হয়। অভিযানে সহযোগিতা করেন বগুড়া সদর থানা পুলিশ ফোর্স ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS