বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আজ সোমবার (২০ মে) দুপুরে হঠাৎ বেশিরভাগ ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন এসব ব্যাংকে লেনদেন করতে আসা গ্রাহক।
উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এসব ব্যাংকের একাধিক কর্মকর্তা নির্বাচনি সরঞ্জাম নিতে যাওয়ায় দুপুরের পর লেনদেন বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা না দিয়ে ব্যাংকের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন লেনদেন করতে আসা একাধিক গ্রাহক।
সোনালী, অগ্রণী, জনতাসহ উপজেলার একাধিক ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, প্রতিটি সরকারি ব্যাংকের একাধিক কর্মকর্তাকে আজ (২১ মে) উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে আজ সোমবার (২০ মে) দুপুরে তারা নির্বাচনি সরঞ্জাম বুঝে নিতে উপজেলা সদরে যান। ব্যাংকের একাধিক কর্মকর্তা চলে যাওয়ায় দুপুরের পর কিছু সেবা চালু থাকলেও বন্ধ হয়ে যায় লেনদেন। নির্বাচন উপলক্ষে আজ ব্যাংক বন্ধে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে।
অগ্রাণী ব্যাংক কাদিরাবাদ ক্যান্টনমেন্ট শাখার ব্যবস্থাপক নুসরাত জাহান জানান, ব্যাংকের অধিকাংশ কর্মকর্তার নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা উপজেলায় যাওয়ায় লেনদেন ব্যাহত হয়। তবে, অন্যান্য সেবা অব্যাহত থাকার কথা জানান তিনি।
দুপুর পর্যন্ত লেনদেন চালু রাখার ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নে তিনি জানান, ভোটের দিন ছুটির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একটি নির্দেশনা রয়েছে। ভোটের আগের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নির্দেশনা নেই। তবে জোনাল অফিসের মৌখিক অনুমতি রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান জানান, অফিসার কম থাকায় ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের দিন ব্যাংক বন্ধের ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে। তবে আগের দিনের ব্যাপারে কোনো ঘোষণা না থাকলেও ঘোষণা বা নির্দেশনা দেওয়া হলে ভালো হতো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।