ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার ধুনট উপজেলায় টাকা ও সিগারেট দিয়ে এক চেয়ারম্যান প্রার্থীর ভোট কিনতে ব্যর্থ হয়ে বাহাদুর আলী (৫০) নামে এক ভোটারকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার দুপুরের দিকে বাহাদুর আলী বাদি হয়ে আনারস প্রতীকের ৮ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বাহাদুর আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের সমতুল্লাহর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে মাঠে ভোট প্রার্থনা করছেন বিশ্বহরিগাছা গ্রামের মিলন সেখ, বিপ্লব সরকার, মিল্টন আজিজসহ ৮জন। তারা সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্বহরিগাছা বাজার এলাকায় ওই ভোট চাওয়ার এক পর্যায়ে বাহাদুর আলীকে এক হাজার টাকা ও এক প্যাকেট সিগারেট দিয়ে তাদের তাদের প্রার্থীকে ভোট দিতে বলে। কিন্ত ওই প্রার্থীকে ভোট দিতে অস্বীকার করায় তারা বাহাদুর আলীকে মারধর করেছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, ভোট চাওয়াকে কেন্দ্র করে মারধরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য আগামী ৫ জুন ধুনট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।