ভিডিও

বগুড়ায় টিশার্ট পরার জন্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মে ২৪, ২০২৪, ০৯:৪৮ রাত
আপডেট: মে ২৫, ২০২৪, ০১:০৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার :  প্রার্থীর প্রতীক সম্বলিত টি শার্ট পড়ে প্রচারনা করার দায়ে আজ শুক্রবার (২৪ মে) বিকেলে বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ খান রনির ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থীর উপস্থিতিতে এই জরিমানা করেন বগুড়ার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

আজ শুক্রবার (২৪ মে) বগুড়া শহরের খোকন পার্কে চেয়ারম্যান প্রার্থী রনির নির্বাচনী সমাবেশ ছিলো।

মোটরসাইকেল প্রতীক লাগানো টি শাট পরে তার কর্মী সমর্থকরা সমাবেশে যোগ দেয়। প্রতীক সম্বলিত টি শার্ট পরে প্রচারনা চালানোয় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।  এ সময় প্রার্থী সুলতান মাহমুদ খান রনি উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী জানান, নির্বাচন আচরণ বিধি ২০১৬ এর ১৭ বিধি অনুযায়ী কোন প্রার্থীর পক্ষে প্রতীক সম্বলিত টি শার্ট পড়ে প্রচার চালানো যাবে না। একারণে তার ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS