গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া ডাকঘর এলাকায় গতকাল রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে বাস উল্টে হেলপার সুমন মিয়া (৪০) নিহত ও প্রায় ১০ যাত্রী আহত হয়েছে। নিহত সুমন উপজেলার বেতকাপা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হায়দার মিয়ার ছেলে।
বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৬টার দিকে অরিন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে সাকোয়া মাঝিপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার সুমন মিয়া মারা যায় এবং প্রায় ১০ জন যাত্রী আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।