চেয়ারম্যান পদে ৯সহ প্রতিদ্বন্দ্বিতায় ৪৭ প্রার্থী
স্টাফ রিপোর্টার: আগামী বুধবার বগুড়া সদর, শিবগঞ্জ এবং শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়ার এই তিন উপজেলায় নির্বাচন হচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ব্যলটে পেপারে ভোট গ্রহণ করা হবে। প্রার্থীদের প্রচার প্রচারণাও শেষ হয়েছে। প্রার্থীরা প্রচার প্রচারণা শেষে কেন্দ্রে কেন্দ্রে পুলিং এজেন্ট নিয়োগসহ কেন্দ্র পরিচালনা এবং ভোটারদের ভোট কেন্দ্রে আনার ছক কষছে।
বগুড়ার এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জনসহ ৪৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আবু সুফিয়ান ঘোড়া প্রতীক, মো. সুলতান মাহমুদ খান মোটর সাইকেল প্রতীক এবং শুভাশীষ পোদ্দার লিটন পেয়েছেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে এসএম শরিফুল আলম শিপুল টিয়াপাখি প্রতীক, মো. ইকবাল হোসেন লাঙ্গল প্রতীক, মোঃ ইফতারুল ইসলাম মামুন আইসক্রিম প্রতীক, মো. এম আর বিপ্লব তালা প্রতীক, মোঃ ওবাইদুল্লাহ মাইক প্রতীক, মোঃ সোহাগ হোসেন চশমা প্রতীক, মো. কামরুল বাশার খান বৈদুতিক বাল্ব প্রতীক, মো. জাকিরুল ইসলাম গ্যাস সিলিন্ডার প্রতীক, মো. মশিউর রহমান পালকি প্রতীক, মো. রাজিদুর রহমান বই প্রতীক, মো. রুকানুজ্জামান টাইপ রাইটার প্রতীক, মো. শফিউল্লাহ সরকার ক্রিকেট ব্যাট প্রতীক, মো. সুরুজ শেখ ঘুড়ি প্রতীক, মো. হাবিব হাসান উড়োজাহাজ প্রতীক, রায়হান শেখ পানপাতা প্রতীক, এবং দিপংকর কুমার দাস টিউবওয়েল নিয়ে নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডালিয়া খাতুন কলস প্রতীক, মোছা. তহমিনা আকতার ফুটবল প্রতীকে নির্বাচন করছেন।
শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ মোটরসাইকেল প্রতীক। অন্য প্রার্থী মো. মোস্তাফিজার রহমান আনারস প্রতীকে নির্বাচন করছেন। ভাইস চেয়ারম্যান পদে মে. আব্দুল বাকী মাইক প্রতীক, মো. আব্দুলালাহেল শাফী তালুকদার টিউবওয়েল প্রতীক, মো.আরিফ প্রাং চশমা প্রতীক, মো. শাহ নেওয়াজ তালা প্রতীক এবং শ্রী গনেশ প্রসাদ কানু টিয়া পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাহিমা আকতার বৈদ্যুতিক পাখা প্রতীক, মোছা. জান্নাতী আক্তার কলস প্রতীক, মোছা. তানজিলা আকতার পপি প্রজাপ্রতি প্রতীক, মোছা.ববিতা ফেরদৌসী ফুটবল প্রতীক, মোছা. রুলি বিবি হাঁস প্রতীক, মোছা. শাহানা খাতুন পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে এম সুলতান আহম্মেদ ঘোড়া প্রতীক, মো. সাজেদুর রহমান সাহীন আনারস প্রতীক, মোঃ সাদ্দাম হোসেন দোয়াত কলম প্রতীক এবং মো. সোহরাব হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. আব্দুল মজিদ তালা প্রতীক, মো. তাজনূর রহমান শাহিন মাইক প্রতীক, মো. নূরন্নবী টিয়া পাখি প্রতীক, মো. রুবেল সরকার টিউবওয়েল প্রতীক এবং মো. সাজেদুর রহমান উড়োজাহাজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপিয়া সুলতানা হাঁস প্রতীক, মোছা. রওশন আরা খাতুন কলস প্রতীক, মোছা. লাভলী ইয়াছমিন ফুটবল প্রতীক এবং মোছা. হেফাজত আরা মিরা পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।