দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া পৌরসভার পূর্বপাড়ার সড়কে পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও আর্বজনায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
দুপচাঁচিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ একটি এলাকা ৭নং ওয়ার্ডের পূর্বপাড়া। এই ওয়ার্ডেই কাঁচা বাজার, উপজেলা পোস্ট অফিস, ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পূর্বপাড়ায় যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
এছাড়াও হাটখোলা কালি রাস ও শিব মন্দিরের সামনে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলেই এই মন্দিরের সামনে হাটু পানি জমে যায়।
এর ফলে এই সড়ক দিয়ে যাতায়াতের সময় বিভিন্ন যানবাহনসহ পথচারীদের চলাচলের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশের বাড়ির ময়লা আবর্জনা এই পানিতে জমে থাকছে এতে পথচারীদের দুর্ভোগ আরো বেড়ে যাচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।