ভিডিও

বোদায় পবারো ধানের দাম কম হতাশ কৃষক

প্রকাশিত: জুন ০১, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট: জুন ০১, ২০২৪, ০৮:০২ রাত
আমাদেরকে ফলো করুন

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বোরো ধানের দাম কম থাকায় কৃষকরা পড়েছে চরম বিপাকে। চলতি মৌসুমে হাট-বাজারগুলোতে বর্তমান বোরো ধান বিক্রি হচ্ছে ৮শ’ টাকা দরে। এতে বোরো চাষীরা পড়েছে লোকসানে।

আজ শনিবার (১ জুন) বোদা নগরকুমারী হাটে ধান বিক্রি করতে আসে নয়াদিঘী গ্রামের বোরো চাষী নুর নবী জানান, বাজারে প্রচুর ধান রয়েছে কিন্তু ধানের দাম নেই। যে হারে ধান উৎপাদন করতে খরচ হয়েছে, ৮শ’ টাকা দরে ধান বিক্রি করলে তিনি লোকসানে পড়বেন। অনুরুপ কথা বলে মাঝগ্রামের বোরো চাষী মহব্বত।

স্থানীয় সচেতন কৃষকরা বলছে, সরকার নির্ধারিত মূল্যে ধান ও চাল ক্রয় করে থাকে। কিন্তু কৃষকদের যখন ধান উত্তোলন শুরু হয় তখন এলএসডি গুদামে ধান চাল ক্রয় করে না। কৃষকদের ধান কাটা শেষ হলে বাজারে ধানের দাম বেড়ে যায়।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ নবী জানান, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের দাম একটু কম হওয়ায় কৃষকরা কম লাভবান হচ্ছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS