বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল সীমান্তে বিএসএফ-এর আপত্তির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হচ্ছে। উভয় দেশের মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনে রাস্তাটির নির্মাণের বিষয়ে সফল আলোচনায় বন্ধ থাকা রাস্তাটির পুনরায় কাজ শুরু হলো।
বিজিবি সূত্রে জানা গেছে, বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোবরাবিল নামক এলাকার ৪২ বিজিবি অধীনন্থ এনায়েতপুর বিওপির দায়িত্বপুর্ণ এলাকায় ৯২০ মিটার রাস্তা আন্তর্জাতিক সীমা রেখার ১৫০ গজের মধ্যে হওয়ায় বিএসএফ আপত্তি তোলে। বিএসএফ-এর আপত্তির কারণে রাস্তাটির নির্মাণ কাজ দীর্ঘদিন ঝুলে থাকে। পরবর্তীতে উভয় দেশের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে রাস্তাটি নির্মাণের বিষয়ে সফল আলোচনা হলে বন্ধ থাকা রাস্তাটির পুনরায় নির্মাণ কাজ চালু করার উদ্যোগ নেয়া হয়।
এব্যাপারে মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে সরেজমিন পরিদর্শনে আসেন বিজিবি’র রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্তি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার ও উপ মহাপরিচালক কর্নেল মো. আরিফুল হক পিএসসি, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম পিএসসি, বিরল উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নূর ইসলাম, ইউপি সদস্য আবু সুফিয়ান পপ্রমুখ।এব্যাপারে বিরল উপজেলার প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, রাস্তাটির নির্মাণ কাজে আর কোন বাধা নেই। অচিরেই রাস্তাটির নির্মাণ কাজ পুনরায় শুরু করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।