ভিডিও

সুজানগরে গোরস্থান-ঈদগাহ রাস্তা পাকাকরণ হওয়ায় জনমনে স্বস্তি

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ০৮:১৬ রাত
আপডেট: জুন ০৫, ২০২৪, ০৮:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

সুজানগর (পাবনা) প্রতিনিধি : পাবনার সুজানগরের মানিকহাট গোরস্থান থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তাটি পাকা হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসছে। সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের হস্তক্ষেপে অবশেষে রাস্তাটি পাকা করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অর্থায়নে ৪২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স যুবরাজ এন্টারপ্রাইজ রাস্তাটি পাকাকরণের কাজ করেন।

মানিকহাট ইউপি চেয়ারম্যার শফিউল ইসলাম বলেন, মানিকহাট গোরস্থান থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তার দূরত্ব খুব বেশি না। কিন্তু রাস্তাটি অত্যন্ত জনগুরুপূর্ণ। মানিকহাট ছাড়াও ৪/৫টি গ্রামের মানুষ রাস্তাটি দিয়ে তাদের মৃত আত্মীয়স্বজনের মরদেহ দাফনের জন্য গোরস্থানে নিয়ে যাওয়ায় এর গুরুত্ব অনেক বেশি।

এছাড়া এলাকার ৬/৭টি গ্রামের মানুষ একই রাস্তা দিয়ে মানিকহাট ঈদগাহ বছরে দুইদিন পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করেন। ফলে দীর্ঘদিন পরে হলেও রাস্তাটি পাকা হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS