ভিডিও

সারিয়াকান্দিতে এক ইউপি’র সদস্যের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত: জুন ০৯, ২০২৪, ১০:০১ রাত
আপডেট: জুন ১০, ২০২৪, ০১:০৩ রাত
আমাদেরকে ফলো করুন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দি নারচী ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির ১২৫টি গাছ টাকার অভিযোগ করা হয়।

এ ব্যাপারে উপজেলার নারচী ইউনিয়নের ভেড়ামারা বুদার ভিটা এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে ওমর আলী মোল্লা (৫০) সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, নারচী ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলামের সাথে ওমর আলীর জমাজমি সংক্রান্ত বিরোধ রয়েছে।

এই বিরোধের এক পর্যায়ে গতকাল শনিবার দুপুরে ইউপি সদস্য তরিকুল ইসলামসহ অজ্ঞাত ১০/১২ জন ওমর আলীর বসতবাড়িতে আক্রমণ চালায়। এসময় তারা প্রায় ১২৫টি গাছ কেটে ফেলে। পরে বসতবাড়ির লোকজনের ওপর হামলা চালাতে গেলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ওমর আলী বলেন, প্রাণভয়ে বসতবাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। বাড়িতে গেলেই তারা আমাকে মেরে ফেলবে। এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, জমিটি আমাদের। তাই আমাদের বসতভিটার অপ্রয়োজনীয় গাছ কেটে নতুন গাছ রোপণ করা হবে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে উভয়পক্ষের লোকজনের সাথে জমাজমির কাগজপত্র নিয়ে বসা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS