ভিডিও

ঠাকুরগাঁও হরিপুররে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

প্রকাশিত: জুন ১৩, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট: জুন ১৩, ২০২৪, ০৮:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদ্যুৎস্পর্শে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার জামুন বড়বাড়ি গ্রামে। সে ওই গ্রামের মৃত এনামুল হকের ছেলে।

শফিকুরেল মা শরিফা বলেন, বাড়িতে তার ঘরে বিদ্যুতের লাইনের তার মেরামত করতে গিয়ে সে বিদ্যুৎস্পর্শে অসুস্থ হয়ে পরে এবং বাড়িতেই সে মারা যায়। ইউনিয়ন চেয়ারম্যান হবিবর রহমান চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS