মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনে কাটা পরে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকা সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
মাওয়া রেলস্টেশন ফাঁড়ির এটিএসআই নুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ব্যক্তির নাম ইব্রাহিম চোকদার বলে ধারণা করা হচ্ছে।
এটিএসআই নুরুল হক বলেন, ‘অসাবধানতার কারণে, মাঝেমধ্যেই রেললাইনে কাঁটা পরে প্রাণহানির ঘটনা ঘটছে। নিহত ব্যক্তির পকেটে একটি ব্যাংক কার্ড পাওয়া গেছে। কার্ডটির গায়ে থাকা নাম দেখে ধারণা করা হচ্ছে নিহতের নামও ইব্রাহিম চোকদার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।