ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীতে পেশাদার কসাইয়ের অভাবে পশু কোরবানি করতে পারেননি অনেক মুসল্লি। তবে আজ দিনে চাপ কমে যাওয়ার পর আগামীকাল (মঙ্গলবার) কসাই পাওয়া যাবে, এ আশায় পশু কোরবানি বন্ধ রেখেছেন অনেকেই।
সোমবার (১৭ জুন) সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী ও কল্যাণপুর এলাকা ঘুরে দেখা যায়, কসাই না পাওয়ার কারণে বিভিন্ন স্থানে কোরবানির পশুকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোরবানির জন্য কেনা পশুগুলোকে গোসল করিয়ে পরিচ্ছন্ন করে জবাইয়ের জন্য প্রস্তুত করার পরও কসাই না পাওয়ায় কোরবানি করা যায়নি।
তবে চড়া মূল্যেই কসাইসহ ঈদের দিন কোরবানি দিচ্ছেন অনেকেই। টাউন হল এলাকার আরিফুর রহমান বলেন, ঈদের দিন কোরবানি দেওয়াতে বেশি আনন্দ। তাই ২০ হাজার টাকা দিয়ে কসাই নিয়ে কোরবানি দিচ্ছি।
প্রসঙ্গত, সোমবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে ধর্মীয় রীতিতে আগামীকাল মঙ্গলবারও পশু কোরবানি দেওয়া যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।