তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের পল্লীতে কোরবানির সামাজিক ভাগের মাংস ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন। গত সোমবার বিকেল ৪টায় উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- বেহুলাপাড়ার আলামিন (২৮), মোছা আকলিমা খাতুন (৫৫), মামুন (৩২), আব্দুল আলীম (৩৫), মনিরুল ইসলাম (২৬), শান্ত হোসেন (২২) প্রমুখ। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বিনসাড়া গ্রামের বেহুলাপাড়ার সামাজিক ভাগের মাংস ভাগাভাগির সময় পাড়ার মোতালেব হোসেন মাংস নিতে আসা নারীদের আগে মাংস দিতে বলেন। এ সময় মাতব্বর মো. আব্বাস আলী তালিকা ধরে মাংস ভাগাভাগির কথা বলেন।
এ নিয়ে দু’জনের তর্ক শুরু হয় এবং এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় লাঠি ও দেশি অস্ত্রের আঘাতে দুই পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।